সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বেশ কয়েক বছর হয়েছে স্বামীকে হারিয়েছেন, বিয়ে করে স্ত্রীকে নিয়ে একমাত্র ছেলে মা’কে ছেড়ে বাইরে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দু’বেলা দুমুঠো অন্নের জন্য এই বয়সেও বিধবা মঞ্জু মাল নিজের জীবন ধারণের লড়াই নিজেই লড়ে চলেছেন। ঘাটাল-মেদিনীপুর সড়কে দাসপুরের রাজনগরে প্রদ্যোত সেতুর দু’ধারে দুই ফুটপাত জুড়ে যেসকল হকাররা ঘাঁটি গেড়েছেন সেই হকারদের মধ্যে এই মঞ্জুদেবীও সামান্য পুঁজি নিয়ে সবজি ব্যবসা করেন। আজ শনিবারের সকালে সবজির দোকান পাততে এসে দেখেন আদা, রসুন, পেঁয়াজ কিছুই নেই, সমস্ত সব্জি কেউ বা কারা নিয়ে গেছে, কিছু সব্জি পড়ে কাঁসাই নদীর জলে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘাটাল-মেদিনীপুর সড়কের মতো ব্যস্ত সড়কের মাঝে, জানা গেছে এই রাজনগরে প্রদ্যোত সেতুর দুই পাশের ফুটপাত জুড়ে বহু মানুষ ব্যবসা করেন। আছে সব্জি, লটারির মতো বহু দোকান পাশাপাশি সেতুর দু’ধারে রাখা থাকে টোটো, মারুতি। সেই ফুটপাতেই বিধবা মঞ্জুদেবীর সব্জির চালা। এমন চুরি আগেও হয়েছে। আজ আবার সমস্ত সব্জি চুরি গেছে। মঞ্জুদেবীর অভিযোগ, প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার ধাক্কা। স্বামী হারা মঞ্জু মালের দু’চোখের জল বাঁধ মানছে না। কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন কোথায় পাবেন আবার নতুন করে ব্যবসা শুরুর পুঁজি? রাস্তায় বসেই বুকফাটা কান্না এখন রাজনগর প্রদ্যোত সেতু জুড়ে।