মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:সোশ্যাল মিডিয়াতে সুন্দর ছবি, তাই দেখে প্রেম। বাস্তবে প্রেমিকাকে দেখেই ভিরমি খেল প্রেমিক। সম্প্রতি দাসপুর থানা এলাকায় এমনই একটি ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার কাঁচরাপাড়া থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে দাসপুরের গৌরায় ছুটে এসেছিল প্রেমিকা। তারপরই শুরু হয় নাটকের মূল ক্লাইমেক্স। ফেসবুকে দেখা প্রেমিকার ছবির সঙ্গে বাস্তবে প্রেমিকার কোনও মিল নেই। বাস্তবে প্রেমিকার আসল চেহারা দেখেই চক্ষু ছানাবড়া প্রেমিকের। প্রেমিক নানা বাহানা দিয়ে প্রেমিকার কাছ থেকে পালিয়ে যেতে চাইছিল। প্রথম দেখায় প্রেমিকের ওই গা–ছাড়া ব্যবহার হতাশ করে দেয় প্রেমিকাকে। তাই নিয়েই উভয়ের মধ্যে বাঁধে গণ্ডগোল। কিন্তু ঝগড়া শেষ করে বাড়ি ফেরার কথা যখন মনে পড়ল তখন আর ফেরার উপায় নেই। বাড়ি ফেরার শেষ বাসটি মিস করে রাস্তার ধারেই বসে কান্নাকাটি জুড়ে দেয় প্রেমিকা। পাশে নেই প্রেমিকও, যার টানে কাঁচরাপাড়া থেকে ছুটে এসেছিল। পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে নিয়ে যায়।
এটি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। এমন আরও অনেক ঘটনা প্রতিদিন ঘটছে যা কখনও হয়তো আমাদের নজরে আসছে, আবার কখনও দৃষ্টিগোচর হচ্ছে না। ঘাটাল শহরের বাসিন্দা এক শিক্ষিকা মোনালিসা মুখোপাধ্যায় বলেন, বর্তমানে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এডিটিং করা ফর্সা, সুন্দর ফটো পোস্ট করে লোকের দৃষ্টি আকর্ষণ করা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বাস্তবে দেখতে যা নয় তার থেকেও রং চড়িয়ে, মেকআপ করা চাকচিক্য ছবি পোস্ট করছে যুবক-যুবতীরা এমনকি গৃহবধূরাও। আর যা দেখে মুগ্ধ হয়ে পড়ছে প্রেমিক-প্রেমিকারা। সোশ্যাল মিডিয়াতেই কথোপকথনের মাধ্যমে শুরু হচ্ছে প্রেম। যখন তারা সামনাসামনি একে অপরকে দেখছেন তখন দূর থেকে দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছেন একে অপরের থেকে। তবে এক্ষেত্রে যুবকদের থেকে যুবতী ও গৃহবধূরা একটু এগিয়ে। যুবকদের ক্ষেত্রে দেখা যায় বোতাম খোলা জামা, চোখে স্নানগ্লাস বাইকে বসে একখানা হিরোর মতো ছবি পোস্ট করতে। কিন্তু মেয়েরা যতটা পারেন অ্যাপের মাধ্যমে ছবির জৌলুস বাড়িয়ে নিজেরা যা নয় তার থেকে যেন-তেন-প্রকারেণ আকর্ষণীয় করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করেন। তাই দেখে তাদের ‘সুন্দর রূপের’ মোহে মোহিত হয়ে পড়ছেন যুবকরা। আসলে এগুলো কতটা প্রভাব ফেলে ওই যুবক বা যুবতীর জীবনে তা কখনও ভেবে দেখেননি তাঁরা। আমি যা নয়, তা লোককে দেখিয়ে লোকের কাছ থেকে সাময়িক ভাবে প্রশংসা কুড়ানো যায়, ফটোতে কয়েক’শ লাইক পড়ে ঠিকই। কিন্তু নিজের ইম্প্রেশন যথেষ্ট খারাপ হয় অন্যদের কাছে। ভেঙে যায় অনেক সম্পর্ক।