এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল থানার পুলিশের সাফল্য: চুরি যাওয়া লরি উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ

Published on: October 18, 2020 । 8:36 AM

নিজস্ব সংবাদদাতা: পাঁচ দিনের মধ্যে চুরি যাওয়া লরি পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করল ঘাটাল থানার পুলিশ। ১২ অক্টোবর রাতে ঘাটাল থানার বরদা বিশালাক্ষী এলাকা থেকে পথিক মণ্ডলের একটি লরি চুরি যায়। লরিটি চুরি যাওয়ার পর থেকেই ঘাটাল থানার পুলিশ গোপন তদন্ত শুরু করে। গত রাত তথা ১৭ অক্টোবর রাতে ওই লরিটি পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানা এলাকা থেকে লরিটিকে উদ্ধার করে আনা হয়।
পুলিশ গোপন সূত্রে জানাতে পারে, ভবানীপুর থানার সিটি সেন্টারের সামনে একটি লিঙ্ক রোডের ধারে লরিটিকে দাঁড় করিয়ে রাখা রয়েছে। খবর পেয়েই ১৭অক্টোবর দুপুরে ঘাটাল থানার এএসআই কৌশিক সেন আরও দু’জন পুলিশ কর্মী ও গাড়ির মালিককে নিয়ে এলাকায় গিয়ে লরিটিকে উদ্ধার করে নিয়ে আসেন। ভোর ৩টাতে লরিটিকে ঘাটালে নিয়ে আসা হয়।
দুষ্কৃতীরা লরিটির দু’জোড়া টায়ার খুলে নিয়েছে। এছাড়াও লরির মধ্যে চালক-খালাসিদের রান্না করার সামগ্রীগুলি দুষ্কৃতীরা নিয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির মালিক বলেন, প্রায় ৮০ হাজার টাকা মূল্যের জিনিস খোয়া গিয়েছে।  আমি ঘাটাল থানার পুলিশের ভূমিকায় অত্যন্ত খুশি। পুরো সিনেমার কায়দায় কৌশিকবাবু সহ অন্যান্য পুলিশ কর্মীরা লরিটিকে উদ্ধার করেছেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now