এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পশ্চিম মেদিনীপুরে জাতীয় লোক আদালতে বিপুল টাকার নিষ্পত্তি, সুরাহা পেলেন হাজার হাজার মানুষ

Published on: December 13, 2025 । 8:48 PM

 তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ২০২৫ সালের চতুর্থ জাতীয় লোক আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে অনুষ্ঠিত হলো। বিচার ব্যবস্থার ওপর চাপ কমিয়ে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে জেলার মেদিনীপুর সদর, খড়গপুর, দাঁতন, গড়বেতা এবং ঘাটাল আদালত চত্বরে এই বিশেষ আদালতের আয়োজন করা হয়। আজ জেলা জুড়ে মোট ২২টি বেঞ্চে বিচার প্রক্রিয়া চলে। এদিনের লোক আদালতে সাধারণ মানুষের সুবিধার্থে ব্যাঙ্ক লোন, মোটর দুর্ঘটনা, জমিজমা সংক্রান্ত বিবাদ, রেলের মামলা এবং ট্রাফিক আইন লঙ্ঘন সহ বিভিন্ন ধরনের অমীমাংসিত মামলার শুনানি হয়। আদালত সূত্রে জানা গেছে, আজ মোট ১৩,২০০টি মামলা বিচারের জন্য পেশ করা হয়েছিল। বিচারক ও সংশ্লিষ্ট আধিকারিকদের তৎপরতায় এর মধ্যে ৪,৩৭০টি মামলার তাৎক্ষণিক নিষ্পত্তি সম্ভব হয়েছে। এদিনের বিচার প্রক্রিয়ায় জরিমানাস্বরূপ ও বকেয়া মিটিয়ে মোট ১০ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ৬৮৩ টাকা আদায় হয়েছে। দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে দ্রুত মুক্তি পেয়ে বিচারপ্রার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad