ইন্দ্রজিৎ মিশ্র: ৫ আগস্ট লকডাউনের মাঝেই সকাল ১০ টা নাগাত পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কের গৌরা ব্রীজের সম্মখে একটি ওভারলোড লরির পাতি কেটে রাস্তার মাঝেই বিপত্তির মুখে পড়লে রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হয়। বেশ কিছুক্ষন রাস্তার মাঝেই লরিটি পড়ে থাকার পর স্থানীয় ও প্রশাসনিক চেষ্টায় কিছুটা সরিয়ে দিলে তবেই যান চলাচল স্বাভাবিক হয়। প্রসংগত লকডাউনের দিন ঘাটালের রাস্তায় ওভারলোড লরির দাপট আগেও দেখা গেছে আজও তার ব্যতিক্রম হইনি।