হাবিব মল্লিক: লকডাউন আর করোনা ভাইরাসের আতঙ্ক, এলাকায় কাছাকাছি বাজার বসছেনা। পশ্চিম মেদিনীপুর জেলার জাড়া এলাকায় প্রায় ২০০ আদিবাসী গরিব মানুষের পাশে দাঁড়ালেন মৎস্য চাষি উমাশঙ্কর চৌধুরী। আজ ১১ এপ্রিল সকালে প্রায় ২০০ টি পরিবারকে বাটা, রুই, সিলভার কাপ মাছ দিয়ে সহায়তা করলেন। স্বভাবতই মাছে-ভাতে বাঙালি’ কথাটা যেন আবারো স্পষ্ট। জেলার সহকারী মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার বলেন, জাড়ার ওই মাছ চাষিকে কয়েক মাস আগে মাছের ময়না মডেলে চাষের জন্য সরকারিভাবে মার্চ ও মাছের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়েছিল। আজকের উমাশঙ্করবাবুর উদ্যোগটি আমাদেরও খুব ভালো লেগছে। শুধু মৎস্য দপ্তর নয়, উমা শংকর বাবুর এহেন উদ্যোগে খুশি দুঃস্থ ও অসহায় পরিবারগুলিও। আজ সকালে মাছ হাতে নিয়ে জাড়া গ্রামের বাসিন্দা হাঁসদা, সুখলাল হাঁসদা দুঃখীরাম সরেন, হরেন টুডুরা বলেন, হাট-বাজার নেই, এমন সময় মাছে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। ভাবতেই পারিনি লকডাউনের সময় আমরা মাছ খেতে পাব বলে।