কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামীকাল ১৬ মে রবিবার সকাল ৬টা থেকে রাজ্যে চালু হচ্ছে কঠোর বিধিনিষেধ ও নজরদারি। আজ বেলা বারোটায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বিভিন্ন আরোপিত বিধিনিষেধ। সঙ্গে এও জানাতে ভোলেননি যে এই বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে সমস্ত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে।
আগামীকাল ১৬ মে রবিবার সকাল থেকে বিধিনিষেধ লাগু হবে চলবে একপক্ষকাল তথা ৩০ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
একঝলকে বিধিনিষেধ
➥সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
➥জরুরি পরিষেবা ছাড়া সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ।
➥ শমিং মল, জিম,স্পা,মার্কেট কমপ্লেক্স,স্পোর্টস কমপ্লেক্স বন্ধ।
➥খুচরো দোকান, ভুষিমাল, কাঁচাসবজি ও তরকারি, মাছ,মাংস, ডিম,রুটি ও দুধের দোকান খোলা সকাল ৭ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
➥মিষ্টির দোকান খোলা সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা।
➥ব্যাংক খোলা থাকবে সকাল সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এটিএম খোলা।
➥পেট্রোল পাম্প ও এল,পি,জি গ্যাসের দোকান খোলা।
➥ওষুধের দোকান ও চশমার দোকান খোলা।
➥ইকমার্স ও হোমডেলিভারি চালু থাকবে।
➥রাজ্যের মধ্যেকার গণপরিবহণ তথা ট্রেন, বাস,লঞ্চ,ফেরি বন্ধ।
➥ব্যক্তিগত গাড়ি,ট্যাক্সি, অটো বন্ধ।
➥ওষুধ সরঞ্জাম, অক্সিজেন, দুধ,মাছ, মাংস, ডিম, আবশ্যকীয় দ্রব্য বহনকারী ছাড়া অন্যান্য ট্রাক পরিবহন বন্ধ।
➥জুটমিল, চিড়িয়াখানা ইত্যাদি ক্ষেত্রে ৩০ শতাংশ কর্মীর উপস্থিতি। চাবাগানের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়।
➥যেকোনও প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েত নিষিদ্ধ।
➥বিবাহ অনুষ্ঠানে ৫০ জন এবং সৎকার এ ২০ জনের উপস্থিতির অনুমোদন।
➥এছাড়াও তিনি আরও যোগ করেন যে কোনরকম আউটডোর অ্যাক্টিভিটি করা চলবে না যা গতবছর অনেক মানুষ রাতের বেলা করতেন হৈহুল্লোড়, গল্পগুজব ইত্যাদি।
➥সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা শিক্ষা দপ্তরের বিষয় বলে এড়িয়ে যান।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal