জীবন বিমা নিগমের উদ্যোগে রক্তদান শিবির

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর এলআইসি’কে জাতীয়করণ করা হয়। তারপর থেকেই ১ সেপ্টেম্বর এলআইসি জন্মদিন পালন করা হয়। এলআইসি’র ঘাটাল শাখার ব্রাঞ্চ ম্যানেজার শুভজিৎ বিশ্বাস বলেন, আমাদের কুশপাতা অফিসে রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হল এলআইসি’র জন্মদিন। এক সপ্তাহ ব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

মহকুমা শাসক সুমন বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়েই রক্তদান শিবিরটির আয়োজন করা হয় বলে জানিয়েছেন লিয়াফি সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রদীপকুমার মান্না। তিনি বলেন, ১ সেপ্টেম্বর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আমাদের এই এক সপ্তাহের অনুষ্ঠানে একটি রক্তদান শিবির করার কথা বলেন। সেইমতো আমরা তড়িঘড়ি করে সমস্ত ব্যবস্থা করি এবং আজ ৭ সেপ্টেম্বর অনুষ্ঠানের শেষদিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করি। যেখানে ২৭ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারের সহযোগিতায় সুন্দরভাবে রক্তদান শিবিরটি সম্পন্ন হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015