কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজকের ২৫ আগস্ট বুধবার ঘাটাল ব্লকের দেওয়ানচক্-১ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। অনিমা রায় নামের ওই মহিলার বাড়ি মহারাজপুরে। জানা গেছে প্রচন্ড রোদে দাঁড়িয়ে থাকার ফলেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথেই তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। প্রকল্পের সুবিধা নিতে মহিলারা রাত ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন। প্রচণ্ড হাঁসফাঁস করা গরম আর রোদকে উপেক্ষা করেই চলছে ফর্ম সংগ্রহ। অবশ্য এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে দারুণ খুশি মহিলারা। এক মহিলা বলেন, সকাল ৬টা ৪৫থেকে আমি এখানে এসেছি। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মেয়েদের পরিবারের মধ্যে যে একটা জায়গা তৈরি হবে তারফলে আমরা খুব উপকৃত হব।এই প্রকল্পের জন্য দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। ওই পঞ্চায়েতের উপ প্রধান তরুণ সামন্ত জানান,আমাদের আজকের দুয়ারে সরকার প্রকল্পে মোট ১৯ টি প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। দেওয়ানচক্-১ গ্রাম পঞ্চায়েতের চার থেকে পাঁচটা সংসদকে আজ আমরা ডেকেছি। চার থেকে পাঁচ হাজার মানুষকে সুবিধা পাওয়ানোর চিন্তা ভাবনা আমাদের আজকের শিবিরে আছে। মোট চারটি শিবিরে আমরা এই প্রকল্পের কাজটি শেষ করতে চাই।
Home এই মুহূর্তে অন্যান্য ঘাটালে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিতে দুয়ারে সরকারের ক্যাম্পে উপচে পড়া ভিড়, অসুস্থ...