রবীন্দ্র কর্মকার: পঞ্জিকা মতে বেশিরভাগ জায়গায় গতকাল ২৯ জানুয়ারি বুধবার সরস্বতী পুজো হয়ে গিয়েছে। তার পরেরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার ঘটা করে সরস্বতী পুজো হল ঘাটালের লছিপুর বীণাপাণি হাইস্কুলে। কারণ রাজ্য সরকারের তারিখ অনুযায়ী সরস্বতীর পুজোর দিনক্ষণ ঠিক করা ছিল আজ অর্থাৎ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার। ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সোমেশ চক্রবর্তী বলেন, পঞ্জিকা মতে গতকাল ছিল শুক্লা পঞ্চমী। তাই প্রায় সব জায়গাতেই পুজোটি কালই করা হয়েছে। কিন্তু আমরা সরকারি ক্যালেন্ডার অনুযায়ী পুজোটি আজ করছি। তবে ওই বিদ্যালয়ের পুজোটি একটু ব্যতিক্রমী। শুধুমাত্র দেবী আরাধনা ও খিচুড়িপ্রসাদ বিতরণ এবং হৈ-হুল্লোড়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা একটু ভিন্নভাবে পুজোটি করার চেষ্টা করেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক বিহারী ঘোষ, সহকারী শিক্ষক সুনীল দলবেরা, ইন্দুদীপ চন্দ্র, সুব্রত মুখোপাধ্যায়রা বলেন, শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ে সামাজিক সচেতনতার বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। প্লাস্টিক বর্জন, জল অপচয় বন্ধ, সবুজায়ন, পরিবেশ রক্ষা, সেফ ড্রাইভ সেফ লাইফ সহ বিভিন্ন ব্যানার- ফেস্টুন টাঙানো হয়েছে স্কুল চত্বরে। শিক্ষার্থীদের মধ্যে সায়ন্তন দলবেরা, অনল চক্রবর্তী, অভিজিৎ ঘোষ, অংশুমান মণ্ডল, শ্রেয়া চৌধুরি, পিউ বাগ সহ অন্যান্য পড়ুয়ারা জানায়, এটা আমাদের বিদ্যালয়ের ভ্যালেনটাইন ডে নয়। এই দিনটি শপথ ও অঙ্গীকার নেবার দিন। আমাদের কাছে আর পাঁচটা পুজোর চেয়ে আলাদা এই পুজো। এদিন পরিবেশ দূষণের কথা মাথায় রেখে থার্মোকল বর্জন করে কাগজের থালায় প্রায় দেড় হাজার পড়ুয়া, অভিভাবক, শুভানুধ্যায়ীদের খিচুড়ি খাওয়ানো হয়।
Home রকমারি ক্রীড়া/অনুষ্ঠান রাজ্য সরকারের তারিখ অনুযায়ী আজ বৃহস্পতিবার ঘাটালের লছিপুর বিদ্যালয়ে ঘটা করে হল...