রবীন্দ্র কর্মকার:ছিল ২০০, আন্দোলন করে হলো ২৭০। ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এতদিন ক্ষেত মজুরদের দৈনিক মজুরি ছিল দুশো টাকা। ওই এলাকার হরিনগর-মোহনপুর পূর্ব- পশ্চিম, পুয়ালাগেড়িয়া, খড়িগেড়িয়া বামপন্থী ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে ঢোল পিটিয়ে প্রচার করে আন্দোলনের মাধ্যমে আজ চাষী-ক্ষেতমজুর যৌথ আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধি পেল। এবার থেকে মজুরদের দৈনিক মজুরি ২৫০ টাকা ও সঙ্গে জলখাবার অথবা ২৭০ টাকা দিতে হবে। ওই ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলন করে হক আদায় করা যে যায় সেটা প্রমাণিত হল। আসলে অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। ক্ষেত মজুর সংগঠনের এই উদ্যোগে খুশি সমস্ত মজুররা।
ঘাটালে ক্ষেত মজুরদের আন্দোলনে মজুরি বেড়ে হল ২৭০ টাকা
Published on: July 26, 2020 । 8:05 PM










