রাখি বন্ধন উৎসবের শুভ মহরতে আজ ঘাটাল ১৭এর পল্লীর কুশপাতা যুব সংঘের এবারের দুর্গোৎসবের খুঁটি পুজো হল। পুজো কমিটির সম্পাদক সৌমেন পাত্র জানান,এবার তাঁদের ৫৫ তম বর্ষের দুর্গোৎসব। এবারের থিমে থাকছে বিশেষ চমক। এবারে থাকছে মন্ডপ জুড়ে অজন্তার গুহা চিত্র।
সৌমেন বাবু বলেন,আশা করি এবারের ভাবনায় বৌদ্ধ চিত্র শিল্পের সর্বোৎকৃষ্ট নিদর্শন অজন্তা গুহার আদলে মণ্ডপ দর্শকদের আকৃষ্ট করবে, বিপুল মানুষের সমাগম হবে।
খুঁটি পুজোয় জানা গেল,৫৫ তম বর্ষে ঘাটালের এই পুজো মন্ডপে থাকছে চমক
By সৌমেন মিশ্র
Published on: August 15, 2019 । 10:16 PM







