তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে মাঠে পোড়ানো [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হচ্ছিল নাড়া, আর সেই আগুনে পুড়লো দশ কাঠা জমির কাটা ধান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষীরপাইয়ে।ক্ষীরপাইয়ের মাড় এলাকায় মাঠে বুধবার বিকেলে ধান কাটার পর কৃষি জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পোড়ানোর কাজ করছিলেন বেশ কয়েকজন কৃষক। আর সেই আগুন গিয়ে লাগে ক্ষীরপাই পৌর এলাকা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পতিতপবন দাসের কৃষি জমিতে কাটা হয়ে পড়ে থাকা ধানে। সন্ধ্যে নাগাদ আগুন লাগে। মাঠের মধ্যেই পুড়ে যায় ১০ কাঠা জমির সম্পূর্ণ ধান। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই পতিতপবনবাবুর পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন সকলকেই বিষয়টি জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
যদিও একাধিকবার প্রশাসনের তরফ থেকে নাড়া পোড়ানো বন্ধ নিয়ে সচেতনামূলক প্রচার চালানো হলেও প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে পোড়ানো হচ্ছে নাড়া, ছড়াচ্ছে দূষণ।