মৌমিতা দাঁ: টানা ১০ মাস পর খুলল খড়ার পৌর শিশু উদ্যান। অনেকদিনপর পছন্দের জায়গায় খেলাধুলা করতে পেরে আনন্দ উচ্ছাস কচি-কাঁচাদের মনে। বিকাল ৩ টে থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকছে এই উদ্যান। অতিমারির জন্য লকডাউনের আগে থেকেই বন্ধ রাখা হয়েছিল এই উদ্যানটি। প্রসঙ্গত, খড়ার শহরের চতুর্দিকে যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি রয়েছে সেই পঞ্চায়েত এলাকাতে তেমন কোনও শিশু উদ্যান বা পার্ক গড়ে ওঠেনি, তাই পাশের পঞ্চায়েত এলাকাগুলি থেকেও বহু মানুষ তাদের সন্তানদের নিয়ে খড়ারের এই শিশু উদ্যানে আসেন। উদ্যান খোলার উদ্যোগে খুশি সকলেই।