এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মাছের সাথে হাতের মুঠোয় কেউটে,তার পর যা হল!

Published on: June 4, 2021 । 9:04 PM

লাগাতার কয়েকদিনের বৃষ্টি জমেছে মাঠে জল। মাঠে জল মানেই মাছ ধরতে মাঠে জাল পাতা। সেই মাছের আশায় মাঠে জাল পেতে ভাগ্যের জোরে এ যাত্রায় বেঁচে গেলেন দাসপুর ২ ব্লকের গোছাতি গ্রামের গনেশ মাইতি। মাছের সাথে হাতের মুঠোয় বিষধর কেউটে। গনেশবাবুর মাছ ধরার সখ অনেক দিনের। সেই সখেই কদিন ধরেই গ্রামের দাস পাড়ায় মাঠে বেউদি জাল পেতে মাছ ধরছিলেন তিনি। বৃহস্পতিবারও সেই জাল পেতেছিলেন গোছাতি গ্রামের দাস পাড়ার মাঠে। আজ শুক্রবারের সকালে জাল তুলে মাছ বার করতে গিয়ে হাতের প্রায় মুঠোয় বিষধর কেউটে। বরাত জোরে প্রায় ৭ ফুট কেউটের ছোবল থেকে রক্ষে। গনেশ বাবু যেমন প্রাণে বাঁচলেন সাপটিকেও তিনি না মেরে যত্ন সহকারে জাল সহ রেখে বন দপ্তরে খবর দিলেন এবং পরে বনদপ্তরের পক্ষে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেল। গনেশবাবুর এমন কাজে মুগ্ধ পরিবেশ প্রেমী দাসপুর বাসী।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now