মনসারাম কর : আজ ৭ সেপ্টেম্বর সকালে ঘাটাল থানার কামদেবপুর গ্রামের এক পুকুর পাড় থেকে প্রদীপ বাগ(১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। গতকাল মধ্যরাতেই কেউ বা কারা তাকে খুন করেছে বলে এখানকার বাসিন্দাদের প্রাথমিক ধারণা।
ঘাটাল থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











