এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমা হাসপাতালে অস্থায়ী কাজ, বেতন মাসে ১০ হাজার টাকা

Published on: July 28, 2020 । 10:02 PM

নিজস্ব সংবাদদাতা: একদা করোনা সংক্রমিত রোগীদের ঘাটাল হাসপাতালে কাজের সুযোগ। ঘাটাল হাসপাতালে করোনা রোগীদের জন্য ৪০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড হবে। ওই ওয়ার্ডে কাজ করার জন্য বেশ কয়েক জন যুবক-যুবতী প্রয়োজন।  তাঁদের যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা হল: (১) এক সময় করোনা সংক্রমিত ছিলেন কিন্তু এখন তাঁদের  সুস্থ থাকতে হবে। (২) হার্ট এবং সুগারের রোগী হওয়া চলবে না। (৩) ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। (৪) ঘাটাল মহকুমার বাসিন্দা হতে হবে। •ওই ওয়ার্ডেই ডিউটি থাকবে। মাসিক পারিশ্রমিক ১০ হাজার টাকা। সাদা কাগজে নিজের নাম, পরিচয়পত্র, করোনা সংক্রমণের নথি সহ আগামী ৩০ জুলাইয়ের (২০২০) মধ্যে যোগাযোগ করতে হবে:— To The SDO, Ghatal Subdivision, Ghatal, Paschim Medinipur-721212, WB. Ph: 03225255145

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now