নিজস্ব সংবাদদাতা: ঘাটাল পুরোসভার চেয়ারম্যান জানিয়েছিলেন রেস্তরাঁর অবৈধ নির্মানের এলাকা সেচ ও জলপথ দপ্তরের অধীন, তাই নির্মানের বিস্তারিত সেচদপ্তর ও মহকুমাশাসককে জানানো হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার মহকুমাশাসক ও সেচ দপ্তরের আধিকারিক নির্মানস্থল পরিদর্শনের পর সাফ জানিয়ে দেন, বৃহস্পতিবার অর্থাৎ আজই ভাঙা হবে ওই নির্মান। পাশাপাশি বাঁধ সংলগ্ন এলাকার অনেককেই নোটিশ ধরানো হবে।