এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ইড়পালা বাসস্ট্যান্ডে ঢুকতে পারছে না কোনও বাস, পিচরাস্তার উপর জল নিকাশির ঢালাই অংশ ভেঙে বিপত্তি অন্যান্য যান চলাচলের

Published on: November 21, 2019 । 8:57 PM

মনসারাম কর: ঘাটাল-ইড়পালা রাস্তায় ইড়পালা বাসস্ট্যান্ডে ঢোকার  কিছুটা আগেই রাস্তার উপর লাল পতাকা। অর্থাৎ আর যাওয়া যাবে না। এই স্থানটির নাম হড়পুকুর। বাসস্ট্যান্ডে ঢোকার বেশ কিছুটা আগেই এই হড়পুকুর পাড়  এখন ইড়পালার অস্থায়ী বাসস্ট্যান্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে এই  হড়পুকুরের কাছেই পিচ রাস্তার উপর জল নিকাশের জন্য থাকা ঢালাই দেওয়া অংশটি হঠাৎ ভেঙে বসে যায়। সেই কারণেই ঝুঁকি নিয়ে কোনও বাস এখন বাসস্ট্যান্ডে ঢুকতে পারছে না। অন্যান্য যানবাহন চলাচলও এই রাস্তায় এখন নিসিদ্ধ। ফলে সমস্যাই পড়েছে অনেকেই।  ইড়পালা থেকে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাস দৈনিক চলাচল করে। এই সমস্ত বাসকে এখন বাসস্ট্যান্ডে ঢুকতে না পেরে রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকতে হয়। এই স্থানে যাত্রীদের বসার তেমন কোন জায়গা না থাকায় একপ্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে বলেই অভিযোগ এখানকার যাত্রীদের। তবে এই ভেঙ্গে যাওয়া রাস্তার উপর দিয়ে সাইকেল এবং মোটরবাইক নিয়ে কোনও রকমে যাওয়া যাচ্ছে। ইউপালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ পালুই বলেন, পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তার ভেঙে যাওয়া অংশে নতুন করে কালভার্ট বসানোর কাজ শুরু করা হয়েছে, কয়েকদিনের মধ্যেই তৎপরতার সাথে তা শেষ হবে, কাজ শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।