তৃপ্তি পাল কর্মকার: দাসপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম তাদের দলীয় প্রতীকে প্রার্থী দিচ্ছে না। তারা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই (Indian Secular Front) সমর্থন করবে। সিপিএমের রাজ্য কমিটি থেকে এমনটাই ঠিক হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই খবর পাওয়ার পর দাসপুরের সিপিএম নেতৃত্ব বেজায় চটে গিয়েছে। সিপিএম কর্মী ও নেতাদের বক্তব্য, দাসপুর বিধানসভা কেন্দ্রে পাঁচ-ছয় শতাংশের আশেপাশে সংখ্যালঘু ভোটার। দ্বিতীয়ত বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই বিধানসভা এলাকায় বহু দেওয়াল ‘কাস্তে হাতুড়ি তারা’র প্রতীক দিয়ে আগাম লেখা হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে আব্বাস সিদ্দিকীর দলের হয়ে প্রচার করতে গেলে কর্মীদের মনোবল ভেঙে যাবে। এমনিতেই দাসপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে সিপিএম ‘আইসিইউ’তে ভর্তি ছিল সম্প্রতি আইসিইউ থেকে বেরিয়ে ‘হাঁটতে-চলতে’ শুরু করেছে তাই এই মুহুর্তে বিধানসভা এলাকায় সিপিএমের প্রতীকের বাইরে কোনও প্রার্থী হলে আগামী দিনে দাসপুর থেকে সিপিএমটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে দলীয় কর্মীদের একাংশের আশঙ্কা। তাই এই খবর দলীয় ভাবে প্রকাশ্যে আসায় সিপিএম কর্মী এবং নেতাদের একাংশ মানসিকভাবে ভেঙে পড়েছেন। গোপনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা গিয়েছে। সিপিএমের একাংশের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকীর প্রার্থীর বিরোধিতা করে একটি গোপন বৈঠকেরও আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। 👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন