এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের বন্যা দুর্গতদের পাশে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি

Published on: August 29, 2021 । 4:03 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার উদ্যোগে আজ ৩০ আগস্ট দাসপুর-১ ব্লকের কিসমত নাড়াজোল এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। ওই এলাকার প্রায় ১০০টি আদিবাসী পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হল। জানা গেছে, এদিনের ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই,দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর,নাড়াজোল গ্ৰাম পঞ্চায়েত প্রধান গগণচন্দ্র সামন্ত ও সোসাইটি ইনচার্জ শুভদীপ সিংহ রায় সহ সোসাইটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য কয়েকদিনের টানা বৃষ্টিতে শিলাবতীর প্রবল জলস্ফীতিতে বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয় মহকুমার বিভিন্ন এলাকা।দাসপুর-১ ব্লকের নাড়াজোল ও রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকাও ব্যাপকভাবে বন্যার জলে প্লাবিত হয়। বেশকিছু আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভেঙে থাকার প্রায় অযোগ্য হয়ে পড়ে। সেই সমস্ত দুঃস্থ মানুষদের হাতে রেডক্রস সোসাইটি ঘাটাল শাখার উদ্যোগে ত্রিপল তুলে দেওয়া হয়।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now