ভাতের চাল দিয়ে নয় মিলিমিটারের ভারতের জাতীয় পতাকা

মোনালিসা বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভাতের চাল এবং মুসুর ডাল  দিয়ে  মাত্র নয় মিলিমিটারের ভারতের জাতীয় পতাকা বানিয়ে আবারও একবার তাক লাগিয়েছে   রামজীবনপুরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ১৪ বছর বয়সী  চন্দ্রাংশু রক্ষিত। আতসকাঁচ ছাড়াই শুধুমাত্র মোবাইলের ক্যামেরা  ব্যবহার করে এবং তুলি দিয়ে ফেব্রিক রঙ  ব্যবহার করে এই পতাকাটি বানিয়েছে সে। রামজীবনপুর বাবুলাল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র চন্দ্রাংশু। মহামারীর কারণে বিগত এক বছরেরও বেশি সময় বন্ধ বিদ্যালয়। তাই বাড়িতে বসে পড়াশোনায় পাশাপাশি নানান হাতের কাজ করে সে। তবে এ বিষয়ে চন্দ্রাংশুর মা চন্দ্রাণী রক্ষিত বলেন, এই অভ্যাস তার আজকের নয় ছোটবেলার এবং কোনও শিক্ষকের কাছ থেকে এই শিক্ষা সে লাভ করেনি। সম্পূর্ণ নিজের চেষ্টা এবং অধ্যাবসায়  তাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে। এর আগে চকের উপর মাত্র পাঁচ মিলিমিটারের ভারতের মানচিত্র করে, সবাইকে অবাক করে দিয়েছিল । এগুলি ছাড়াও গাছের পাতার উপর সিনারী, গাছের পাতার উপর মনীষীদের ছবি, বিভিন্ন রকমের কার্ড, ডিমের খোসার উপর   ‘দ্যা সেভ গার্ল চাইল্ড এবং দ্য গার্লস এডুকেসন’ থিম  বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। •বাম দিকের ছবিটি চন্দ্রাংশু রক্ষিতের। পরের দুটি ছবি তার আঁকা জাতীয় পতাকা।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।