আজ ঘাটাল ডি ওয়াই এফ আই এর উদ্যোগে ঘাটালে পালিত হল স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব। জাতীয় পতাকা উত্তলনের পর ঘাটাল ডি ওয়াই এফ আই এর কর্মী সমর্থকরা ঘাটালের বিভিন্ন ওয়ার্ডে পথ চলতি মানুষদের হাতে রাখি বেঁধে দিয়ে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন।
ঘাটাল সিপিএমের পক্ষে কল্যাণ দাস জানান,শুধু ঘাটাল নয় ঘাটালের পাশাপাশি ঘাটাল মহকুমার প্রায় প্রত্যেক লোকাল কমিটিই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









