এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমার কিছু জায়গায় এলাকার বাসিন্দারাই তৈরি করে দিচ্ছেন কোয়ারেন্টাইন সেন্টার

Published on: May 28, 2020 । 5:30 PM

শুভম চক্রবর্তী: লকডাউন পরিস্থিতিতে এবং করোনার আতঙ্কে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক ও অন্যান্য পেশার মানুষের বাড়ি ফেরার সংখ্যাক্রমশ বেড়েই চলেছে।পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের যেকটি জেলা থেকে সবচেয়ে বেশি শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যেতেন তার মধ্যে সবচেয়ে উপরের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর। প্রতিদিনই বাস, মিনিবাস, ছোটগাড়ি সহ অন্যান্য যানবাহন এর সাহায্যে বাইরের রাজ্য থেকে বাংলায় ফিরছেন শ্রমিকরা।প্রথমের দিকে সরকারিভাবে কয়েকটি বড় করেনটাইম সেন্টার তৈরি করে শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হলেও দিন যত এগিয়েছে সেগুলিতে স্থানাভাব হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বিকল্প ব্যবস্থা হিসেবে এলাকার স্কুলগুলোকে বেছে নিয়ে কোয়ারেন্টাইনসেন্টার হিসেবে বেছে নিলেও সমস্ত জায়গায় এখনও পর্যন্ত সেই ব্যবস্থা করা  সম্ভব হয়নি। কিন্তু রাজ্যের বাইরে থেকে আসা মানুষদের সংখ্যা থেমে নেই। এমন পরিস্থিতিতে মহকুমার কিছু জায়গায় গ্রামবাসীরা নিজেরাই এগিয়ে রয়েছেন এর সমাধানে। প্রশাসনের অনুমতি নিয়ে নিজেদের এলাকার স্কুলগুলোকে স্যানিটাইজার করে গ্রামেআসা পরিচিতি শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন গ্রামবাসীরাই।প্রতিদিনই বাড়ি বাড়ি পৌঁছে খোঁজ নিচ্ছেন বাইরে থেকে যারা আসছে তাদের থাকার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সমস্যা হলে সঙ্গে সঙ্গেই নিজেদের উদ্যোগে তৈরি করা সেন্টারগুলোতে থাকার ব্যবস্থাও করে দিচ্ছেন। সচেতনতার নিরিখে এবং সমাজের সুরক্ষার প্রশ্নে মহকুমার মানুষের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now