সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: অনেকেই জানেন, তবুও নতুন বছরের প্রথম দিনে ঘাটাল মহকুমার কয়েকটি গুরুত্বূপূর্ণ তথ্য জানিয়ে রাখছি। ঘাটাল মহকুমার মোট আয়তন ১০৬২ বর্গ কিলোমিটার(১০৬২.৪)। জেলার বাকি দুটি মহকুমার থেকে অনেকটাই ছোট। ২০১১সালের লোক গণনা অনুযায়ী জন সংখ্যা ১০ লক্ষ ৪৭ হাজার ৬৭৯। বর্তমানে সেটা ১২লক্ষের আশপাশে দাঁড়িয়েছে। ব্লক রয়েছে পাঁচটি। দাসপুর-১, দাসপুর-২, ঘাটাল, চন্দ্রকোণা-১, এবং চন্দ্রকোণা-২। পাঁচটি ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৪৮টি। দাসপুর-১ ব্লকে ১০টি, দাসপুর-২ ব্লকে ১৪ টি, ঘাটালে ১২টি, চন্দ্রকোণা-১ ব্লকে ৬টি, চন্দ্রকোণা-২ ব্লকে ৬টি। পুরসভাও পাঁচটি রয়েছে, ঘাটাল, খড়ার, চন্দ্রকোণা, ক্ষীরপাই এবং রামজীবনপুর। মহকুমাতে দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোণা—এই তিনটি থানা রয়েছে। দাসপুর থানার মধ্যে রয়েছে দাসপুর-১ ও দাসপুর-২ ব্লক, ঘাটাল থানার মধ্যে ঘাটাল ব্লক, ঘাটাল ও খড়ার পুরসভার এলাকা। চন্দ্রকোণা থানার মধ্যে রয়েছে চন্দ্রকোণা-১ ও চন্দ্রকোণা-২ ব্লক সেই সঙ্গে ক্ষীরপাই, চন্দ্রকোণা এবং রামজীবনপুর পুরসভা।
এই মহকুমায় মোট তিনটি বিধান সভা রয়েছে। লোকসভা রয়েছে একটি, ঘাটাল। দাসপুর বিধানসভার মধ্যে রয়েছে দাসপুর-২ ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত এবং দাসপুর-১ ব্লকের দাসপুর-১, দাসপুর-২, নন্দনপুর-১, নন্দনপুর-২, পাঁচবেড়িয়া ও বাসুদেবপুর গ্রামপঞ্চায়েত। ঘাটাল বিধান সভার মধ্যে রয়েছে ঘাটাল পুরসভা, খড়ার পুরসভা, ঘাটাল ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত, সেই সঙ্গে দাসপুর-১ ব্লকের রাজনগর, সরবেিড়য়া-১ এবং সরবেড়িয়া-২ গ্রামপঞ্চায়েত। চন্দ্রকোণা বিধানসভার মধ্যে রয়েছে চন্দ্রকোণা-১ ও চন্দ্রকোণা-২ ব্লকের সমস্ত গ্রামপঞ্চায়েত, ক্ষীরপাই পুরসভা, চন্দ্রকোণা পুরসভা, রামজীবনপুর পুরসভা এবং দাসপুর-১ ব্লকের নিজনাড়াজোল গ্রামপঞ্চায়েত। ঘাটাল লোকসভার মধ্যে সাতটি বিধানসভা রয়েছে ২৩০-দাসপুর, ২৩১-ঘাটাল, ২৩৫-কেশপুর, ২২৯-ডেবরা, ২২৭-পিংলা, ২২৬-সবং এবং ২০৫-পাঁশকুড়া পশ্চিম। এই ঘাটাল মহকুমার চন্দ্রকোণা বিধানসভা আরামবাগ লোকসভার মধ্যে রয়েছে।