তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ঝুমঝুমি-২ এর ১৮৯ নম্বর ICDS সেন্টারের দীর্ঘদিন পানীয় জল নেই। জলের অভবে ICDS সেন্টারের খাবার রান্না হচ্ছে না। সমস্যায় শিশু ও গর্ভবতী সহ প্রায় ৬০ জন উপভোক্তা। ক্ষোভে ওই ICDS সেন্টারে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে উপভোক্তারা। ওই সেন্টারের উপভোক্তারা বিক্ষোভ দেখিয়ে বলেন, জলের কল খারাপ, জল না পেয়ে প্রায়ই রান্না বন্ধ, খাবারও বন্ধ। শিশুরা, গর্ভবতীরা এসে খালি হাতে ঘুরে যাচ্ছে। এরকম হতে থাকলে ওই ICDS সেন্টারটিকে তালা দিয়ে বন্ধ করে দেব আমরা। ওই ICDS সেন্টারের কর্মী ঝর্ণা মাজি বলেন, সেন্টারের কাছে একটি টিউবওয়েল ছিল, সেটি দীর্ঘ দিন খারাপ। প্রতিবেশীদের কাছ থেকে জল চেয়ে বা কিনে এতদিন রান্না চলছিল। এখন গরমে কেউ জল দিতে চাইছেন না। তাই রান্না করতে সমস্যায় পড়তে হচ্ছে। পঞ্চায়েত, বিডিও অফিসে জানিয়েও কোনও কাজ হয়নি। এখন উপভোক্তারা হুমকি দিচ্ছে সেন্টারে তালা দিয়ে দেবে।
Home এই মুহূর্তে ব্রেকিং পানীয় জলের অভাবে রান্না বন্ধ ICDS সেন্টারে, তালা ঝোলানোর হুমকি উপভোক্তাদের

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)









