এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের ধরমপুরের বিদ্যালয়ে মিলেছে কয়েক কেজি গহনা

Published on: February 19, 2020 । 3:21 PM

বেশ কয়েক হাজার টাকার গহনা পাওয়া গেল দাসপুর থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ে। আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে বিদ্যালয়ে এসেই শিক্ষকেরা দেখেন প্রায় প্রত্যেক ছাত্রের হাতেই কিছু না কিছু গহনা। সন্দেহ হলে সব গহনা গুলি সংগ্রহ করে শিক্ষকদের চক্ষু চড়কগাছ। কয়েক কেজি ওজনের নানান গহনা।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব আলু জানিয়েছেন বিদ্যালয়ে এসেই ছাত্রছাত্রীদের হাতে গহনা দেখে সন্দেহ হলে তিনি একে একে সমস্ত গহনা টেবিলে রাখতে থাকলে সমস্ত গহনার পরিমান কয়েক কেজি ছাড়ায়।

সঞ্জীব বাবুর ধারনা গহনাগুলি তামার। রাস্তা দিয়ে যাবার সময় অসাবধানতা বসত গহনার ব্যাগ পড়ে এই বিপত্তি। বর্তমানে গহনাগুলি ওই বিদ্যালয়েই রয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে গহনার মালিককে বিদ্যালয় থেকে গহনাগুলি নিয়ে যাওয়ার অনুরোধ রেখেছেন সঞ্জীব বাবু। সঞ্জীব বাবুর মোবাইল +91 89000 16160

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭