এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারী খড়ারের আরাত্রিকা

Published on: June 10, 2022 । 12:42 PM

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান দখল করে নিল খড়ারের আরাত্রিকা মুখোপাধ্যায়। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্রী সে। তার প্রাপ্ত নম্বর ৪৯২। আরাত্রিকার বাবা তাপস মুখোপাধ্যায় মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষক। মা রেশমি চক্রবর্তী খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। পড়াশোনা ছাড়াও আরাত্রিকা দুর্দান্ত গান গায়। এর আগে দূরদর্শনের কয়েকটি অনুষ্ঠানও করেছে। আরাত্রিকার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল – বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৭, ইকোনমিকসে ১০০, ভূগোলে ৯৯, পলিটিক্যাল সায়েন্সে ৯৮ ও  ইতিহাসে ৯১(অতিরিক্ত বিষয়)।

আজ ১০ জুন ২০২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হল। সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে ঘাটাল মহকুমার খড়ার শহরের আরাত্রিকা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now