এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিক: ঘাটাল মহকুমায় মেয়েরাই বেশি পড়াশোনা করে

Published on: March 11, 2020 । 8:02 AM

নিজস্ব সংবাদদাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ঘাটাল মহকুমায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবার ঘাটাল মহকুমায় মোট ৮৪৭০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের মধ্যে ছাত্রীই রয়েছে ৪৯৮২জন। আর ছাত্র ৩৪৮৮ জন। শতকরার বিচারে ছাত্রদের থেকে ছাত্রী প্রায় ৪২ শতাংশ বেশি। জেলার অন্যান্য মহকুমাতে ছাত্রীদের সংখ্যা বেশি হলেও কিন্তু এতটা বেশি নয়। মেদিনীপুর সদর মহকুমায় ছাত্রদের থেকে  সাত শতাংশ এবং খড়্গপুর মহকুমায় পাঁচ শতাংশ ছাত্রী পরীক্ষার্থী বেশি। জেলার সার্বিক হিসেবে উচ্চমাধ্যমিকে ছাত্রদের থেকে ১৩ শতাংশ ছাত্রী বেশি রয়েছে। ঘাটাল মহকুমার ক্ষেত্রেই সেটা ৪২ শতাংশ বেশি। এবার উচ্চমাধ্যমিকে ঘাটাল  মহকুমায় মোট ১৭টি সেন্টার হচ্ছে। তার মধ্যে ঘাটাল ব্লকে পাঁচটি, দাসপুর-১ ব্লকে দু’টি, দাসপুর-২ ব্লকে চারটি, চন্দ্রকোণা-১ ব্লকে চারটি এবং চন্দ্রকোণা-২ ব্লকে ২টি। সবচাইতে বেশি পরীক্ষা দেবে সোনাখালি হাইস্কুল সেন্টারে। ওখানে মোট ৬৯২ জন পরীক্ষার্থী রয়েছে। সবচাইতে কম পরীক্ষার্থী রয়েছে জাড়া বালিকা বিদ্যালয় সেন্টারে। ওখানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তারমধ্যে ছাত্রী রয়েছে ১০৬ জন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad