নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার টানে কোথাও যাননি দুই সন্তানের মা। কারোর একটুকু জিনিস চুরিও করেননি। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] তবুও জুটল কিছু মহিলা মোড়লদের দ্বারায় নির্মম অত্যাচার। জবরদস্তিতে সেই মহিলা মোড়লদের দল তাকে দিল ন্যাড়া হবার শাস্তি। চলুন এবার বিষদে যাই। দাসপুর থানার কীর্তিবাসপুরের বাসিন্দা আভা সিংয়ের মেয়ের বিয়ে হয় ডেবরা ব্লকের চকঅনন্ত গ্রামে। বারো বছরের সংসারে অভাব অনটনে সন্তান এসেছে দুটি, রোজগারহীন স্বামীর শুধুই সন্দেহবাতিক। সংসারে অনটন সেই সাথে সন্দেহবাতিকের জন্য তুমুল অশান্তি লেগেই থাকত।পেটের খিদে আর সন্তানদের একটুখানি স্বাচ্ছল্য দিতে মা পাশের গ্রামে গায়ে গতরে খেটে সৎ পথে উপার্জন করতে গিয়েছিলেন।
বাড়ি ফিরতেই মহিলা মোড়লদের টিম রেডি হয়েই ছিল। আজ ১৬ জুন সেই মহিলা মোড়ল টিম বীরাঙ্গনাদের মতো কাজের দায়িত্ব পেয়েছে। দুই সন্তান ফেলে কেন ওই বধূ পাশের গ্রামে কাজে গিয়েছিলেন তার উত্তর দিতেই হবে। আসতে থাকে একের পর এক প্রশ্নবাণ। তাতেই নীরিহ ওই গৃহবধূ ভয়ে কাঁটা হয়ে যেতেই তাকে বেঁধে, তার উপর শ্বাপদের মতো ঝাঁপিয়ে পড়ে, ওই মহিলা মোড়লদের দল। চুল খাবলে, চেঁছে ন্যাড়া করা হয় ওই বধূকে। খবর পেয়ে ওই বধূর মা দাসপুর থেকে ছুটে যান। ডেবরা থানায় অভিযোগ দায়ের হয়।আপনাদের কাছে প্রশ্ন এটাই এ কোন যুগে বাস করছি আমরা? যেখানে আজকেও দেখা যায় মোড়লপনার দাপট! একজন সৎ ভাবে বাঁচতে চাওয়া মা যদি তার সন্তানদের খিদের জ্বালা মেটাতে খেটে রোজগার করে সেটা কি সত্যি অপরাধ?