এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ হাসপাতালকে বিশেষ সম্মান

Published on: July 30, 2019 । 9:04 PM

সোমেশ চক্রবর্তী:  পরিচ্ছন্নতার নিরিখে রাজ্যের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে ‘সুশ্রী’ পুরস্কার পেয়েছিল ঘাটাল ব্লকের বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে লাগোয়া আপগ্রেডেড ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। মোট ৫০০র মধ্যে বীরসিংহের বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পেয়েছিল ৪৭৫ নম্বর।  গত জুন মাসে ওই রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই পুরস্কারটি ঘোষণা করেছিল।  ওই পুরস্কার পাওয়ার কৃতিত্বের জন্য আজ ৩০ জুলাই বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ মনোজিত বিশ্বাসকে সম্মানিত করল ঘাটাল পঞ্চায়েত সমিতি। এদিন পঞ্চায়েত সমিতিতে এক  অনুষ্ঠানে বীরসিংহ হাসপাতালের সমস্ত কর্মীদের আমন্ত্রণ করে মনোজিতবাবুর হাতে ওই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়।  মনোজিৎবাবু বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। হাসপাতালের সর্বস্তরের কর্মীরা ধারাবাহিক প্রচেষ্টা না  চালালে এই পুরস্কার আমাদের পক্ষে পাওয়া সম্ভব হত না। সেই সঙ্গে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিরও সহযোগিতা ছিল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা