ঘাটালের মহিলারাই পুরুষদের পেটাই দেবেন, পুলিশের কাছেই প্রকাশ্য ‘হুমকি’ মহিলাদের

সোমেশ চক্রবর্তী: উলট পুরাণ। ঘাটালের মহিলারাই পুরুষদের পেটাই দেবেন, এই হুমকি দিয়েই আজ ২

সেপ্টেম্বর ঘাটাল থানার নতুক গ্রামে মিছিল করলেন শতাধিক মহিলা। তবে এই ধোলাই পেটাই দেওয়া হবে অন্য কারণে। এলাকায় মদ বিক্রি করতে যদি কাউকে দেখা যায় তবেই এই ধোলাই পেটাইয়ের দাওয়াই দেওয়া হবে। ছাড়া পাবে না মদ্যপরাও।
নতুক গ্রামের বেশ কয়েকটি জায়গায় চোলাই মদ বিক্রি করা হয়। ওই চোলাই মদের ঠেক থেকে মদ খেয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে পরিবার। পরিবারগুলিতে অশান্তিও নেমে এসেছে। তাই আজ মহিলারাই মদ বিক্রেতা ও মদ্যপদের হুঁশিয়ারি দিতে পথে নেমেছিলেন। মহিলাদের ওই দাবিকে সমর্থন করতে পাশে ছিলেন পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মিছিলে তাঁরাও পা মেলান। সত্যিই যদি মহিলাদের আজকের এই দাওয়াইতে কাজ হয় তাহলে মহকুমার অন্যান্য গ্রামও নতুকের এই প্রমিলাবাহিনীকে অনুসরণ করবে বলে আশা রাখছেন মহকুমাবাসী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!