তৃপ্তি পাল কর্মকার:দাসপুর থানার সুলতাননগরের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘আঁচল’ আজ বর্ষপূর্তি করল। সেই জন্য ‘আঁচলের’ জন্মদিন উপলক্ষ্যে সদস্যরা আজ আদিবাসী শিশুদের জন্য খাবারের ব্যবস্থা রেখেছিল। সেই সঙ্গে ৫০ জন দুঃস্থ শিশু ও মহিলাদের জন্য নতুন জামা-কাপড় শুকনো খাবার কেক মিষ্টি বিলির কর্মসূচিও রাখা হয়েছিল বলে জানিয়েছেন ‘আঁচল’ সংস্থার সভাপতি তথা কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতারানী মণ্ডল।
সংস্থার সদস্য শতাব্দী চক্রবর্তী, কাজলী মণ্ডলেরা বলেন, আমাদের এই সংস্থা আগামী দিনে আরও অনেক সমাজসেবা মূলক কর্মসূচি পালন করবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
আঁচলের বর্ষপূর্তি উপলক্ষ্যে দুঃস্থ অসহায়দের নতুন পোশাক বিতরণ









