এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

পরিচয় জানা থাকলে অবিলম্বে জানান

Published on: October 15, 2019 । 2:17 PM

সুতপা রাজপণ্ডিত: এই ভদ্রলোকটি আজ ১৫ অক্টোবর বেলা সা­ড়ে ১২টা নাগাদ হঠাৎ করে অসুস্থ হয়ে ঘাটাল কলেজ মোড়ে লুটিয়ে রাস্তার ওপর  পড়ে গিয়েছিলেন। সামনেই ঘাটাল শহরের ট্যাক্সি মালিক

https://www.facebook.com/kajalkanti.karmakar/videos/2415292308518279/?t=61

 

সামনেই ঘাটাল ট্যাক্সি মালিক ও চালক সংগঠনের কর্মকর্তা ছিলেন। তাঁকে রাস্তায় পড়তে দেখে দৌড়ে গিয়ে রাস্তা থেকে তুলে এনে ঘাটাল কলেজ মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডের বটগাছের তলায় নিয়ে চোখে মুখে জল দেন। ওখানেও জ্ঞান না ফিরেনি।   ট্যাক্সি মালিক ও চালক সমিতির কর্মকর্তারাই দায়িত্ব নিয়ে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছেন। ভদ্রলোকের পরিচয় জানা যায়নি।  পরিচয় জানা থাকলে 9002633819/9475891641 এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন। ওই অসুস্থ ভদ্রলোকের কাছে থাকা মোবাইল ও টাকা সবই ঘাটাল শহর ট্যাক্সি মালিক ও চালক সংগঠনের কর্মকর্তাদের কাছে সুরক্ষিত রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now