হাট সরবেড়িয়া স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর ১ ব্লকের হাট সরবেড়িয়া বি সি রায় উচ্চ বিদ্যালয়ে এবার মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হল। এই শুভেচ্ছা বার্তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক,অবর বিদ্যালয় পরিদর্শক অর্ঘ মজুমদার,ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক প্রমুখ। সভাপতি সুনীল ভৌমিক জানান,করোনা পরিস্থিতির মাঝে এই পরীক্ষা এবং তার ফল প্রকাশ। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তিনি ব্লকের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়েই শুভেচ্ছা জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন ছাত্রছাত্রীদের হাতে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবনবাবু জানান, এবার তাঁদের বিদ্যালয়ের তিন ছাত্রী মাধ্যমিকে সেরা দশে এসেছে। তিনি বলেন,৬৯০ পেয়ে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে বিদ্যালয়ের দুই ছাত্রী মালা হাজরা এবং শ্রেয়া মাজি। তাছাড়া রাজ্যে দশম স্থানেও আছে আমার স্কুলেরই ছাত্রী অন্যন্যা শাসমল। অন্যন্যার প্রাপ্ত নাম্বার ৬৮৮। তিনি জানিয়েছেন,আজ শনিবার তাঁরা এই কৃতি ছাত্রীদের হাতে ফুলের তোড়া,মিষ্টির প্যাকেট এবং মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা তুলে দেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।