এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে দুর্ঘটনায় জখম হনুমানের চিকিৎসার ব্যবস্থা করাল বন দপ্তর

Published on: February 27, 2020 । 11:06 AM

নিজস্ব সংবাদদাতা: আজ ২৭ ফেব্রুয়ারি মারুতির ধাক্কায় জখম হয়েছে এক হনুমান। আজ সকালে ঘাটাল থানার বিশালাক্ষী মন্দিরের সামনে একটি হনুমান রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি মারুতি তাকে ধাক্কা মারলে হনুমানটি গুরুতর জখম হয়। ভেঙে যায় তার কোমর। যন্ত্রণায় কাতর হয়ে পড়ে হনুমানটি। স্থানীয়রা বন দপ্তরে খবর দেন। বনদপ্তরের ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি। তারপর খড়্গপুর হিজলিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad