নিজস্ব সংবাদদাতা: আজ ২৭ ফেব্রুয়ারি মারুতির ধাক্কায় জখম হয়েছে এক হনুমান। আজ সকালে ঘাটাল থানার বিশালাক্ষী মন্দিরের সামনে একটি হনুমান রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি মারুতি তাকে ধাক্কা মারলে হনুমানটি গুরুতর জখম হয়। ভেঙে যায় তার কোমর। যন্ত্রণায় কাতর হয়ে পড়ে হনুমানটি। স্থানীয়রা বন দপ্তরে খবর দেন। বনদপ্তরের ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, আমরা স্থানীয়দের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি। তারপর খড়্গপুর হিজলিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










