এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভিন্ন প্রজাতির হনুমানকে ঘিরে চাঞ্চল্য ঘাটাল শহরে

Published on: January 5, 2022 । 10:07 PM

সৌমেন মিশ্র ও রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: এক ভিন্ন প্রজাতির হনুমানের দেখা মিলেছে ঘাটাল শহরে। বেশ কয়েক মাস ধরেই হনুমানটিকে লক্ষ্য করছেন শহরের সাধারণ বাসিন্দা থেকে দোকানদাররা। তবে দলে নয় একেবারের একা থাকে ওই হনুমান। রাত্রি যাপন ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডের এক ৫ তলা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদের ফাঁকে। সকালে উঠেই হনুমানটি শিঁড়ি বেয়ে নেমে আসে। হাঁটা পথে পৌঁছে যায় ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড চত্তরে। সেখানে সব্জি ও ফল দোকান থেকে ইচ্ছে খুশি সুযোগ বুঝে নিজের খাবার তুলে পেট ভর্তি করে। তবে অনেকসময় দোকান মালিকদের তাড়াও খেতে হয়। দুপুর গড়িয়ে বিকেল হতে থাকলে হনুমান হাঁটা পথে ফিরে আসে রাতের আস্তানায়। তবে ইদানিং হনুমানটি শহরবাসীর ছাদ বাগানের ফলমূল থেকে শুরু করে বাড়ির হেঁশেল কিংবা ডাইনিং এ ঢুকে তরিতরকারি মিষ্টি বা বাড়া ভাতও খেয়ে নিচ্ছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শহরের বাসিন্দাদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। অনেকেই চাইছেন ভিন্ন প্রজাতির এই হনুমানকে বনদপ্তর উদ্ধার করে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়েদিক। স্থানীয় বাসিন্দা সেখ সুরজ দেওয়ান বলেন,এই প্রজাতির হনুমান আমাদের শহর বা মহকুমায় একেবারেই দেখা যায় না। হনুমানটি এভাবে সঙ্গ ছাড়া থাকলে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়বে।

তবে ঘাটাল সোশ্যাল ফরেস্ট রেঞ্জার বিশ্বনাথ মুদিকরা জানান,বিষয়টি তাঁর কাছে অজানা। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা