এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পাশের বাড়ির উঠোনে মিলল যুবকের ঝুলন্ত দেহ

Published on: September 2, 2020 । 10:29 AM

সাতসকালেই যুবকের ঝুলত দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি। কেউ বলছে আত্মহত্যা আবার কেউ যুক্তি দেখাচ্ছেন হত্যার । ঘটনা দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দুবরাজপুর গ্রামের।বুধবার সকালে বছর ২৪ এর শোভন ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় পাড়ার বিশ্বরঞ্জন সাউ এর বাড়ির উঠোনে।

শোভনের পিতার নাম ভরত ঘোষ। প্রাথমিকভাবে দেখা গেছে ওই বাড়ির উঠোনের চাল থেকে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগানো হয়েছে। দাসপুর পুলিশে খবর গেলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে গ্রামবাসীরা যাই বলুক ময়না তদন্তের রিপোর্ট না এলে মুখ খুলতে নারাজ পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭