নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে সামনে রেখে আজ ৬ মে চন্দ্রকোণা-১ ব্লকের হৈমন্তপুর বিবেকানন্দ শতবার্ষিকী উচ্চবিদ্যালয়ে কবিগুরুর আবক্ষ মর্মর মূর্তি উন্মোচিত হল। মূর্তির আবরণ উন্মোচন করেন রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য ড.পবিত্র সরকার। আজকের অনুষ্ঠানে ড. সরকার রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত অতিথি এবং ছাত্রছাত্রীদের কাছে সহজ ও প্রাঞ্জলভাষায় আলোচনা করেন। যা উপস্থিত সবাই তারিয়ে-তারিয়ে উপভোগ করেন। আজ রবীন্দ্রনাথের আবক্ষ মর্মর মূর্তি উন্মোচনের পাশাপাশি বিদ্যালয়ে কবি প্রণামের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল ইসলাম বলেন, ড. সরকার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী প্রণব ঘোষ, অবসরপ্রাপ্ত দুই শিক্ষক গোকুল মাইতি ও তপনজ্যোতি মাজি, বাচিক শিল্পী তপতী ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আজমীরা খাতুন, মধুবসন্ত ঘোষ প্রমুখ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, শিক্ষানুরাগী সহ অভিভাবকদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ করা যায়। ♦অনুষ্ঠানের ভিডিও দেখতে এখানে ক্লিক করতে পারেন।