শ্রীকান্ত ভুঁইঞা:দাসপুর-২ পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে সাথে জোতঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই গ্রাম পঞ্চায়েতে উৎকর্ষ বাংলা ট্রেনিং নেওয়া এলাকার ১৪৪ মহিলাকে ট্রেলারিং কাজের মাধ্যমে পোশাক তৈরী সুবিধার্থে প্রায় ৪০ লক্ষ টাকা খরচে ওয়ার্কশেড নির্মাণ হতে চলেছে।
সেই নির্মান কাজ আজ ২১ জুন ঘুরে দেখলেন দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত। তিনি জানান,রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে। এই প্রকল্পের অধীনে কাজ শিখে এলাকার বহু মানুষ নিজের পায়ে দাঁড়াবেন।