নিজস্ব সংবাদদাতা: আমাদের দাসপুর-১ ব্লকের (এবং পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম)করোনা সংক্রমিত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। ওই যুবকের বাড়ি দাসপুর থানার নিজামপুর গ্রামে। আজই তিনি কলকাতার বেলিয়াঘাটা আই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












