ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ:বসন্তপুর বিবেকানন্দ শিক্ষা নিকেতনের রজতজয়ন্তী বর্ষ এবং বসন্তপুর শ্রীমা সংঘের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে শুরু হলো বর্ণাঢ্য উৎসব। ধামসা–মাদল, ঢাক, বাজনা ও আতশবাজির সঙ্গে এক মনোমুগ্ধকর শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়।এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথিবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর–১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সহ-সভাপতি সুজাতা সিং, শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাজি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত হিসেবে সকল অতিথির উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে মহাপুরুষ বিদ্যাসাগর ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করা হয়।এই উপলক্ষে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান শিবির, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন অনুষ্ঠান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিনীত নাটক, পাশাপাশি সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার শিবির। গোটা অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।






