স্বর্ণ ব্যবসায়ীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে লুট, গ্ৰেপ্তার ১

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্যবসায়ীর মাথায় বন্দুক দিয়ে আঘাত করে লুট করা হয় মোবাইল(mobile) ও দোকানের চাবি। ঘটনার দুই ঘণ্টার মধ্যে তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, অধরা দুই সাকরেদ।

শুক্রবার রাতে দাসপুর(Daspur) থানার মানিকদ্বীপা এলাকার এই ঘটনার খবর আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন। ঘটনার অভিযোগ দায়ের করা হয় দাসপুর থানায়, সেই ঘটনার অভিযোগ পেয়ে গ্রেপ্তার হল এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার অভিযোগ পেয়ে রাতেই পুলিশ(police) বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর পাশাপাশি তল্লাশিও শুরু করে। ঘন্টা দু’য়েকের মধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তহিদুল ইসলাম নামের এক যুবককে গ্ৰেপ্তার(arrest) করে পুলিশ। অভিযুক্তের বাড়ি দাসপুর থানারই বেনাই গ্রামে। শনিবার তাকে ঘাটাল আদালতে তোলা হয়। তহিদুলের সঙ্গে আরও দুজন ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে তারা এখনও অধরা। তাদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কের সৃষ্টি হয়েছে সমগ্র এলাকা জুড়ে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com