এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভুতুড়ে রেশন:ঘাটালে ২০১৬ সালের মৃত জেঠুও রেশন পাচ্ছেন,বড়সড় কেলেঙ্কারি?

Published on: June 28, 2021 । 10:29 PM

২০১৬ সালের ২৫ শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে জেঠুর। তখন সারাদেশে চলছে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন এর কাজ ইতিমধ্যেই জেঠুর নামেও রেশন কার্ডের আবেদন জমা পড়েছে। কিন্তু সেই জেঠুর মৃত্যুর পরেও ভৌতিক ভাবে সেই জেঠু নাকি রেশন নিয়ে চলছেন। যদিও সে জেঠু ছিলেন অবিবাহিত কাছের বলতে শুরু ভাইপো।

আর সে খবর জানাজানি হতেই অবাক করা তথ্য বেরিয়ে এলো। এমন অনেক ভৌতিক মৃত ব্যক্তি নাকি এই রেশন ডিলারের থেকে রেশন নিয়ে থাকেন। এ কথা কোনো সংবাদ মাধ্যমের নয়,সয়ং রেশন ডিলারই এ কথা কার্যত মেনে নিয়েছেন,কোথায় যায় সেইসব রেশন। স্থানীয় সংবাদে আজ দেখাবো এমনই হাড় হিম করা ঘাটালের এক রেশন কেলেঙ্কারি।

ঘাটাল থানার অজবনগরের বাসিন্দা বছর ৬৪ এর গৌর মান্না। ২০১৬ সালের ২৫ ডিসেম্বর গৌর বাবুর মৃত্যু হয় হৃদরোগে। গৌর বাবু অবিবাহিত ছিলেন। ২০২১ এ এসে বর্তমানে এক দেশ এক রেশন ব্যবস্থার জেরে চলছে রেশনের সাথে আধার সংযুক্তির কাজ। সে কাজ করতে গিয়েই গৌরবাবুর ভাইপো দেখেন জেঠু আগের মাসেও রেশন তুলেছেন।

ভাইপো সুদীপ মান্না জানান,জেঠুর মৃত্যুর কিছু আগেই তাঁর ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছিল। মৃত্যুর পর জেঠুর ডেথ সার্টিফিকেট অজবনগরের রেশন ডিলার মনোরঞ্জন ঘোষের কাছে জমাও দেন। কিন্তু সুদীপবাবুর অভিযোগ বর্তমানেও তাঁর মৃত জেঠুর নামে রেশন তুলে নিচ্ছে ডিলার।

তিনি আজ সোমবার ঘাটাল মহকুমা ফুড সাপ্লাই দপ্তরে এ বিষয়ে সরাসরি ওই ডিলারের নামে অভিযোগ দায়ের করেন। স্থানীয় সংবাদের তরফে এ বিষয়ে রেশন ডিলার মনোরঞ্জন ঘোষকে ফোন করে জানতে চাওয়া হলে তিনি কার্যত এ অভিযোগ স্বীকার করে অবাক করা তথ্য দেন,এমন দুটা চারটা ফলস না থাকলে ডিলারদের চলবে না। এখন দেখার ঘাটাল জুড়েই এই কেলেঙ্কারি, না শুধু অজবনগরেই এই আজব কাণ্ড সীমাবদ্ধ আছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।