শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতির কারণে প্রায় দু বছর হতে চলল স্কুল বন্ধ, বন্ধ রয়েছে পঠন পাঠনও তা সত্ত্বেও স্কুলে ফিস দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। শুধু তাই নয় অভিযোগ, এবারে স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুটা বর্ধিত ফি ধার্য করেছে। এরই প্রতিবাদে বেশকিছু ছাত্র-ছাত্রী প্ল্যাকেট হাতে জমায়েত করল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এর সামনে। তাদের অভিযোগ লকডাউন পরিস্থিতিতে তাদের পারিবারিক আর্থিক অবস্থা যথেষ্ট খারাপ। পরিবারের দুবেলা খাবার জোটানোই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে যদি এতটা স্কুলের ফি নির্ধারণ করে স্কুল কর্তৃপক্ষ তাহলে তাদের পড়া ছেড়ে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা । ছাত্রছাত্রী দের অনুরোধ কর্তৃপক্ষ যদি কিছুটা নির্ধারিত ফি মুকুব করে তাহলে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাদের তরফ এ মেলেনি কোনরকম ইতিবাচক সাড়া ফলে বাধ্য হয়ে আজকে তারা স্কুলের গেটে প্ল্যাকেট হাতে প্রতিবাদের পথ বেছে নিয়েছে। অন্যদিকে স্থানীয় সংবাদ এর পক্ষ থেকে এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে স্কুলের তরফ বিদ্যাসাগর হাই স্কুল পরিচালন কমিটির সভাপতি অজিত দে বলেন ছাত্র-ছাত্রীদের একটা আবেদন আমাদের কাছে এসেছিলো। প্রধান শিক্ষক মহাশয় এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে অন্যান্যদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেব। তবে যারা প্রকৃত দুঃস্থ তাদের জন্য আমরা ফি মকুব কতটা করতে পারি সে ব্যাপারে চিন্তাভাবনা করছি।