রবীন্দ্র কর্মকার:ঘাটাল উৎসব ও শিশুমেলার উদ্বোধন করলেন টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী। আজ ১৬ জানুয়ারি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার সহ ঘাটালের বহু বিশিষ্ট ব্যক্তিগণ। আজ থেকে মেলাটি দশদিন ধরে চলবে। এবছর মেলাটি ৩১ বছরে পড়ল। অন্যান্য বছরে মত এবছর মেলাটির উদ্বোধন সকালে না হয়ে বিকেলে হয়। মিমিকে এক ঝলক দেখার জন্য প্রচুর মানুষ মেলার মাঠে ভিড় জমান। ক্যামেরায় কুমারেশ চাণকের সঙ্গে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট। •ভিডিওটিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত দেওয়া রয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










