মনসারাম কর👆 স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা প্রতিরোধে বৈঠকে বসলো ঘাটাল ব্লক টাস্ক ফোর্স। বৈঠকে হাজির ছিলেন ঘাটালের বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক, ঘাটাল থানার পুলিশ আধিকারিক, ঘাটাল পঞ্চায়েত সমিতি, ঘাটাল ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি সহ ঘাটাল ব্যবসায়ী সমিতির অনেকেই। বৈঠক শেষে ঘাটাল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রীদীপ রায় জানিয়েছেন, এই মুহূর্তে বেশ কিছু সচেতনতা মূলক ব্যবস্থ্য গ্রহণের সিদ্বান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে ঘাটালের সমস্ত বাজারগুলিতে কড়া নজরদারি, মাস্ক ছাড়া কেউ বাজারে প্রবেশ করতে পারবেন না। কিছু কিছু জায়গায় বাজারগুলিকে খোলা মেলা জায়গায় স্থানান্তরিত করাও হবে। ব্যবসায়ী সমিতির প্রত্যেক দোকানে মাস্ক পরার আবেদন জানিয়ে বোর্ড লাগাতে হবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারাবাহিকভাবে অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা এবং ক্যাম্প করে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সরকারি নিয়ম না মানলে পুলিশ যে কোনও ব্যক্তিকে গ্রেফতার করবে ও আইনত ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে ঘাটাল জুড়ে চলবে সচেতনতার মাইক প্রচার।
প্রসঙ্গত, করোনা রোধে সরকারিভাবে সচেতনতা থাকলেও ঘাটালের মানুষের মধ্যে সেই সচেতন দেখা যায়নি। বলা যায় সংক্রমণকে তোয়াক্কা করছে না বহু মানুষ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এলাকার সকল স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকেও এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন ঘাটালের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ত্রিদীপবাবু।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন