এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অনাবৃষ্টির পর টানা বৃষ্টি মহকুমা জুড়ে সমস্যায় কৃষকরা

Published on: July 29, 2021 । 9:30 PM

শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘড়িতে সময় বুধবারের সন্ধ্যে সাড়ে ৬ টা, শুরু বৃষ্টি। রাতের অন্ধকার বাড়ার সাথে বৃষ্টির ধারা ক্রমাগতই বেড়েছে। আর সেই বৃষ্টি আজ বৃহস্পতিবার সকালেও একইভাবে। দাসপুর-১ ব্লকের পার্বতীপুর,রবিদাসপুরের পাশাপাশি নন্দনপুর এলাকার একাধিক রাস্তা জলের তলায়। বাদ নেই দাসপুর-২ ব্লকের গ্রামগুলিও। পাশাপাশি মাথায় হাত ঘাটাল জুড়ে এলাকার কৃষকদের। দাসপুরের এক কৃষক পরিবারের সদস্য লক্ষ্মী ভুঁইয়া আজ সকালে জানালেন, কদিন ধরে অনাবৃষ্টির জেরে বহু টাকা ব্যয়ে সেচের জল কিনে ধান রোয়া শুরু করেছিলেন। গতকাল থেকে টানা বৃষ্টি। সমস্ত বীজ ধানের তলা পাশাপাশি রোয়া ধান জলের তলায়। বৃষ্টি না থামলে সব ধান নষ্ট হয়ে যাবে। জানা যাচ্ছে এমন হাল এখন মহকুমার সমস্ত কৃষকদেরই।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now