এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল শহর সহ মহকুমায় ফের কি কন্টেইনমেন্ট জোন শুরু হচ্ছে?

Published on: August 3, 2020 । 9:48 PM

তৃপ্তি পাল কর্মকার (৩ আগস্ট ২০২০): ঘাটাল শহর সহ ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকাকে ফের কন্টেইনমেন্ট জোন করার জন্য পুলিশ ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হলেও আজ ৩ আগস্ট রাত পর্যন্ত তার ছাড়পত্র মেলেনি। মহকুমা প্রশাসন ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘাটাল শহর সহ ঘাটাল মহকুমার বেশ কয়েকটি এলাকার পুরানো কন্টেইনমেন্ট জোন এবং নতুন কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন করার জন্য জেলা প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরা হচ্ছে, আগামী কাল ৪ আগস্ট সেই নির্দেশ চলে আসবে। তাহলে আগামী কালই বিকেল থেকে এলাকাগুলিকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে দেওয়া হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now