তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল:স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখা থেকে প্রায় ১৮ কোটি টাকা প্রতারণা। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেই প্রতারণার মূল পাণ্ডাকে আরামবাগ থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হওয়া যুবকের নাম রাজীব বক্সি। বাড়ি গোয়ালতোড়ে। আজ ১৯ মে রাজীবকে ঘাটাল আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অগ্নিশ্বর চৌধুরীর এই কৃতিত্বের জন্য ঘাটাল মহকুমার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। পুরো টিমের। তবে অভিযুক্তকে ধরতে পেরে ভালোলাগছে। •ভিডিও:https://youtu.be/XRBwFW_pWhw
রাজীব বক্সি নামে এই যুবক নিজেকে গৌতম বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করে এবং সাইবার ক্রাইম সেলের হায়ার অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখা থেকে বেশ কয়েক কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ এসেছে। প্রথম ঘটনাটি জানা যায় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। গত আর্থিক বছরের হিসেব-নিকেশ শেষ হওয়ার পর স্টেট ব্যাঙ্কের ওই শাখার মাধ্যমে ওয়ান৯৭ কমিউনিকেশন (One97 Communications Ltd) যে কোম্পানিটি পেটিএম নামে বিখ্যাত। সেই কোম্পানির নিউ দিল্লির মেন ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে ৪২লক্ষ দু’ হাজার ৭০৫টাকা সাত বারে কেটে অন্য অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হয়। পেটিএম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাঙ্কের দিল্লির ওই শাখা তদন্ত করে জানতে পারে, একটি জাল চক্র ঘাটাল শাখার সঙ্গে যোগসাজশ করে ওই কাজ করেছে। তখনই ওই ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার জয়ন্ত মণি ঘাটাল থানায় লিখিত অভিযোগ করেন। পরে তদন্তে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ব্যাঙ্কের মাধ্যমে প্রায় ১৮ কোটি টাকার প্রতারণার হিসেবটি উঠে আসে।
রাজীব সাইবার ক্রাইম সেলের আদলে একটি মেলও তৈরি করেছিল। ব্যাঙ্কের ঘাটাল শাখায় সে তিনটি বিভিন্ন ফোন নম্বর থেকে ফোন করে কয়েকটি অ্যাকাউন্ট নির্দিষ্ট করে দিয়ে বলত, অ্যাকাউন্টগুলিতে হ্যাকাররা টাকা ঢুকিয়ে নিয়েছে। ওই টাকাগুলি অ্যকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে হবে। যেহেতু সাইবার ক্রাইম সেলের একজন ‘হাইয়ার অফিসার’ মেল ও ফোন করে ওই নির্দেশ দিত তাই ব্যাঙ্কের ম্যানেজার সেই নির্দেশ মতোই কাজ করত। তদন্তে জানা যায়, রাজীবকে অফিসিয়াল দিক দিয়ে সহযোগিতা করত ব্যাঙ্কের অফিসার শ্রীমন্ত দাস। ব্যাঙ্কের ঘাটাল শাখা সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের সিনিয়ার ম্যানেজারের বিশ্বাসের সুযোগ নিয়ে শ্রীমন্ত অনেক সময় সিনিয়ার ম্যানেজারের কোড ব্যবহার করেও বহু লেনদেন করেছে। শ্রীমন্ত দাসকেও কয়েক দিন আগে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যাঙ্কের ঘাটাল শাখার সিনিয়রম্যানেজার গৌতম দত্তর উপরেও সাসপেনশন আনা হয়েছে।
পুলিস রাজীবকে ধরার জন্য দীর্ঘদিন থেকেই প্রচেষ্টা চালিয়ে আসছিল। বার বার গোয়ালতোড়ের বাড়িতেও যাওয়া হয়েছিল। কিন্তু কোনও ভাবেই ট্রেস পাওয়া যায়নি। মঙ্গলবার বিশেষ সূত্র ধরে পুলিস জানতে পারে রাজীব আরামবাগে রয়েছে। ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক পুলিস বাহিনী নিয়ে মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে গোটা এলাকাটি ঘিরে নেন। রাত দু’টো নাগাদ রাজীবকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে রাজীবের একটি দামি কিয়া গাড়িও আটক করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজীবের গোয়ালতোড়ের বাড়িতে ৬৪টি সিসি ক্যামেরা এবং চারটি বিদেশি কুকুর সহ একটি বিলাশবহুল বাড়ি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়ি রয়েছে।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal